হালুয়াঘাটে গারো কিশোরী ধর্ষণের ঘটনায় আটক ১

 


ময়মনসিংহের হালুয়াঘাটে গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক মিলন উপজেলার জুগলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

ভুক্তভোগীর মায়ের ভাষ্যমতে, আমার মেয়ের পূর্বপরিচিত যুবক মিলন সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পূজা দেখানোর কথা বলে আমার মেয়েকে মোবাইল ফোনে ইউরোপিয়ান পার্কের (সালমার পার্ক) সামনে আসতে বললে সে ওখানে যায়। পরে পার্ক এবং আশপাশ এলাকায় ঘোরাফেরা করে।

পরে সন্ধ্যায় নয়াপড়া গ্রামের আজাহারুলের এর পুত্র আবুল বাশার (২২) তাকে ব্যাটারিচালিত অটোরিক্সা দিয়ে জুগলী নয়াপাড়া কায়জংখালী ব্রিজের পশ্চিম পাশে নিয়ে ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ১০টায় উপজেলার ধারা ইউনিয়নের রুস্তমপুর আকাশমনি গাছের নিচে পুনরায় ধর্ষণ করে তার অটোরিক্সাযোগে গামারীতলা মোড়ে ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের বাড়িতে যায়। তবে তাকে পাওয়া যায়নি। পুলিশ তার অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ব্যাপারে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। মূল আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।  

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho