দীর্ঘ ৮ বছরের দ্বন্ধের অবসান ঘটিয়ে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) দুটি কমিটি একীভূত হচ্ছে। মঙ্গলবার জাতীয় গারো ছাত্র সম্মেলন ও কাউন্সিল-২০২৫ সম্পর্কিত এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ‘বাগাছাসের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ৩ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় বাগাছাসের কেন্দ্রীয় কমিটির সাবেক ও বর্তমান উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
আলোচনার এক পর্যায়ে বাগাছাসের বর্তমানে বিদ্যমান সকল সমস্যাগুলো সমাধান করে পূর্বের ন্যায় অখণ্ড ও ঐক্যবদ্ধ বাগাছাস বিনির্মাণে সবাই অঙ্গীকার করে। একইসাথে আসন্ন ২৩ ও ৪ অক্টোবর ২০২৫ এর পরিবর্তে আগামী ১৭ ও ১৮ তারিখ ময়মনসিংহ, কাঁচিঝুলিতে জাতীয় গারো ছাত্র সম্মেলন ও কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুসারে, উভয় কমিটির দুইজন সভাপতি ও দুইজন সাধারণ সম্পাদকের সমন্বয়ে বাস্তবায়ন কমিটির আসন্ন জাতীয় গারো ছাত্র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এখানে বাগাছাস পরিবার সবাই অংশগ্রহণ করবে। পাশাপাশি নিকট অতীতে গৃহীত কিছু পদক্ষেপ যা সরকারি বিভিন্ন দপ্তরে একটি অংশ আরেকটি অংশের বিরুদ্ধে অভিযোগ প্রদান করা হয়েছিল সেটি প্রত্যাহার করে নিবে।
বিষয়টি নিয়ে বাগাছাসের (বর্তমান একাংশ) সাধারণ সম্পাদক অলিক মৃ জানান, ‘চারদিকে এতো খারাপ খবরের মাঝেও একটি ভালো সংবাদ হচ্ছে, আমার প্রাণপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) দীর্ঘ আট বছর পর দুটি পক্ষ আজ ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
বর্তমানে
জন যেত্রা-অলিক মৃ (সভাপতি-সাধারণ সম্পাদক) ও রেডক্লিপ ডিব্রা-প্যাট্রিক চিসিমের (সভাপতি-সাধারণ সম্পাদক) নেতৃত্বাধীন বাগাছাসের দুটি
কেন্দ্রীয় সংসদ রয়েছে। আগামী ১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য জাতীয় গারো ছাত্র সম্মেলন ও কাউন্সিলের
মাধ্যমে দুটি কমিটি একীভূত হতে যাচ্ছে।
এদিকে,
ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্তকে নেটিজেনরা স্বাগত জানিয়ে ‘খাঁ সাংমা, খাঁ মারাক’ লিখে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছেন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখার পাশাপাশি ঐক্যবদ্ধ বাগাছাস সামনের দিনে আদিবাসীদের অধিকার আদায়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন