দুর্গাপূজার জন্য ‘জুম্ম ছাত্র-জনতা’র অবরোধ প্রত্যাহারের ঘোষণা

 


দুর্গাপূজার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে পূর্বঘোষিত কর্মসূচিঅনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধপ্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জুম্ম ছাত্র-জনতা। আজ শনিবার রাত ১১টার দিকে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, সড়ক অবরোধ প্রত্যাহার করা হলেও আন্দোলনকারীরা কোনোভাবেই ধর্ষণবিরোধী আন্দোলনকে স্থগিত করবে না। আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত ধর্ষণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়।

খাগড়াছড়ির সিঙ্গীনালার অষ্টম শ্রেণী পড়ুয়া এক আদিবাসী কিশোরীর সকল ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করে জুম্ম ছাত্র-জনতা। আন্দোলনকারীরা জানিয়েছেন, অবরোধকে বানচালের জন্য নানা পক্ষ ষড়যন্ত্র করেছে কিন্তু আপাতত এই পর্যন্ত জুম্ম ছাত্র-জনতা সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি। 

এদিকে, অবরোধ চলাকালে বাঙালি সেটেলারদের হামলায় অনেক নিরীহ জুম্ম অবরোধকারী আহত হয়েছেন এবং এক জুম্ম তরুণ গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে ও চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়িতে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল জুম্ম ছাত্র-জনতা। কিন্তু সনাতনী ধর্মাবলম্বীদের দুর্গাপূর্জার কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho