খাগড়াছড়ির সিঙ্গিনালায় অষ্টম
শ্রেণী পড়ুয়া আদিবাসী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে
চলমান অবরোধের মধ্যেই খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলার আশেপাশে অনির্দিষ্টকালের জন্য
১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আজ শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে
বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি
পৌরসভা ও সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের
আশঙ্কা রয়েছে তাই ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ করা হয়।
এতে আরও বলা হয়, দুপুর ২টা
হতে পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এই আদেশ জারি
করা হল। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার রাতে মারমা আদিবাসী জাতিগোষ্ঠীর
এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই বিক্ষোভ ও উত্তেজনা চলছে পার্বত্য
এই জেলায়।
অবরোধ প্রসঙ্গে জুম্ম ছাত্র-জনতার
মুখপাত্র উক্যনু মারমা এক ফেইসবুক পোস্টে জানান, বিভিন্ন জন হতে খবর পেয়েছি, বিভিন্ন
জায়গায় দুষ্কৃতিকারীরা শান্তিপূর্ণ অবরোধকে বানচাল করার চেষ্টা চলছে, সংঘাতে রূপ দেয়ার
চেষ্টা করছে। তিনি আন্দোলনকারীদের সর্বোচ্চ সহনশীলতার জায়গা থেকে সহিংসতা এড়িয়ে যাওয়ার
আহ্বান জানিয়েছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন
জুয়েল জানিয়েছেন, দুপুর ১টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ ও উপজেলা পরিষদ এলাকায় উত্তেজিত
পাহাড়ি ও বাঙালিদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
এনেছে। পুরো জেলায় পরিস্থিতি থমথমে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন