খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ, কাল সকাল-সন্ধ্যা অবরোধ

 


জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ নিপীড়ন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে সিঙ্গিনালায় আদিবাসী স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালের দিকে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ারে নিপীড়নবিরোধী মহাসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে হাজারো শিক্ষার্থীসহ আদিবাসী জনগোষ্ঠীর লোকজন যোগ দেন। জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, নারকেলবাগান, শাপলা চত্বর, আদালত সড়কসহ বিভিন্ন সড়ক ঘুরে আবার চেঙ্গী স্কয়ারে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ হয়।

ছাত্রনেতা উক্যনু মারমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশে মারমা স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি ওয়াবাই মারমা, মংসাই মারমা, অংসুই মারমা প্রমুখ।

এসময় বক্তারা পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের ঘটনা এবং দমন-নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে পাহাড়ে সংঘটিত নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি পাহাড়ে দমন-নিপীড়ন বন্ধের দাবি জানান।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho