বান্দরবানের বর্ষীয়ান রাজনীতিবিদ প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা (৭১) মারা
গেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি তার মেজ ছেলে এমিল তঞ্চঙ্গ্যা
নিশ্চিত করেছেন।
প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা
বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সকল রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ও সকল
সম্প্রদায়ের প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ১৯৮৯ সালে বান্দরবান পার্বত্য জেলা স্থানীয়
সরকার পরিষদে তঞ্চঙ্গ্যা জাতিগোষ্ঠী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছিলেন
তিনি।
এরপর ১৯৯১ সালে জেলা আওয়ামী
লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব
পালন করেন।
প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা
তিন ছেলের জনক। বড় ছেলে মিকন তঞ্চঙ্গ্যা বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের দূতাবাসে
কর্মরত। মেজ ছেলে ব্যবসায়ী এবং ছোট ছেলে একজন বৌদ্ধ ভিক্ষু।
প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যার
মৃত্যুতে বান্দরবানের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে গভীর শোকের ছায়া নেমে
এসেছে। তার প্রস্থান পুরো জেলার জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন স্থানীয়রা।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন