আদিবাসী স্কুলছাত্রী ধ’র্ষ’ণের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ


খাগড়াছড়ি সদরে অষ্টম শ্রেণী পড়ুয়া এক আদিবাসী স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করেছেন জুম্ম ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে।

দলবদ্ধ ধর্ষণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গতকাল বুধবার অবরোধের ডাক দেয়জুম্ম ছাত্রজনতা অবরোধের কারণে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

অবরোধকারীরা বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। তবে এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গী সেতু এলাকা, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়িপানছড়ি সড়কের পেরাছড়া, টেকনিক্যাল স্কুল; খাগড়াছড়িদীঘিনালা সড়কের চার মাইল, মাইলসহ বিভিন্ন সড়কে অবরোধকারীদের উপস্থিতি দেখা গেছে। এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। 

আজ খাগড়াছড়ি শহরে সাপ্তাহিক বাজারের দিন হলেও পাহাড়ি ক্রেতা বিক্রেতাদের বাজারে দেখা যায়নি।

অবরোধের ডাক দেওয়া অন্যতম শিক্ষার্থী উক্যেনু মারমা বলেন, এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে তাঁদের পূর্বনির্ধারিত অবরোধ চলছে। দু-এক জায়গায় পুলিশ সড়কে দেওয়া আগুন নিভিয়েছে। আগামীকাল শুক্রবার নারী নির্যাতন ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়ি শহরে মহাসমাবেশ হবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন মৃধা বলেন, রাস্তায় দু-একটি টায়ার পোড়ানো হয়েছে। এর বাইরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী বাস পুলিশি পাহারায় নিয়ে আসা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho