আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার আদায়ের অন্যতম বৃহৎ সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৩ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বুধবার নওগাঁর চকদেব কলেজ পাড়ায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কোষাধ্যক্ষ ও নওগাঁ জেলা সভাপতি মার্টিন মুরমু, জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা উপদেষ্টা জয়নাল আবেদিন মুকুল, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান, আদিবাসী ছাত্র পরিষদের নওগাঁ জেলা সভাপতি মিঠুন পাহান, সাধারণ সম্পাদক চঞ্চল পাহান।
আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, আলফ্রেড সরেন, ঢুডু সরেন, অনিল মারান্ডি, রবীন্দ্রনাথ সরেন, সবিন মুন্ডা, গোবিন্দগঞ্জে নিহত তিন সাঁওতালসহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসীরা গত ৩২ বছর ধরে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসী জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন করার সংগ্রাম চালিয়ে আসছে। অধিকার
আদায়ের এই লড়াই আরো বেগবান করতে হবে।
এসময়
বক্তারা আদিবাসী শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা করা, আদিবাসী জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া, সারাদেশে আদিবাসীদের উপর বিভিন্ন সময় ঘটে যাওয়া নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদ, হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসার
আহ্বান জানান।
আলোচনা শেষে র্যালী
বেরা করা হয়। র্যালীটি চকদেবপুর কলেজপাড়া থেকে শুরু হয়ে মুক্তির মোড়ে
গিয়ে শেষ হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন