ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ডোমিনিক মেগাম সাংমা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। মেঘালয় মনিটর ডটকমের খবর।
ডোমিনিক সাংমা Rimdogittanga (Rapture)
সিনেমা নির্মাণের জন্য এ পুরস্কার পান। এই পুরস্কারটি তিনি মেঘালয়বাসী বিশেষত গারো হিলসের মানুষদের জন্য উৎসর্গ করেছেন। তিনি মনে করেন, তাঁর এই অর্জন আরো তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সিনেমা নির্মাণে উৎসাহিত করবে।
র্যাপচার সিনেমাটি মেঘালয়ের গারো জনগোষ্ঠীর ঐতিহ্যের উপর ভিত্তি করে নির্মিত। সিনেমায় তাঁর গল্প বলার ধরণ বেশ প্রশংসা অর্জন করেছে। ডোমিনিক সাংমার এই অর্জন একটি মাইলফলক এবং সিনেমার মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের আদিবাসী জাতিগোষ্ঠীর আখ্যান বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ অর্জনে ডোমিনিক সাংমা ও তাঁর টিমকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা। তিনি এই পুরস্কারকে ‘তার অনন্য কণ্ঠস্বর এবং ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রমাণ’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ডোমিনিকের কাজ আদিবাসী জীবনের চিত্র প্রতিফলিত করার সাথে সাথে দর্শকদের মুগ্ধ করে চলেছে।
এছাড়াও রাজ্যজুড়ে আন্তরিক অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই র্যাপচারকে সাংস্কৃতিক বিজয় এবং গারো হিলসের জন্য গর্বের মুহুর্ত হিসেবে আখ্যায়িত করছেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন