চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল ছাত্র সংসদ নির্বাচনে ১১ জন আদিবাসী প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই ১১ জন ছাড়াও আরো ১৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। তাদের মধ্যে ২১ জনই নারী প্রার্থী। যেখানে সম্পাদকীয় পদে ১৫ জন এবং নির্বাহী সদস্য পদে ৬ জন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আদিবাসী প্রার্থীদের মধ্যে রয়েছেন— নবাব ফয়জুন্নেছা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি পদে নাট্যকলা বিভাগের পারমিতা চাকমা, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা।
এছাড়াও রিডিংরুম, ডাইনিং ও
হল লাইব্রেরি সম্পাদক পদে অ্যাকাউন্টিং বিভাগের খিং খিং ছেন, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার
বিষয়ক সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি
বিষয়ক সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ ও আবাসন বিষয়ক
সম্পাদক পদে পালি বিভাগের শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে পরিসংখ্যান বিভাগের
অনন্যা চাকমা, বাংলা বিভাগের প্রমিতা চাকমা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিপ্রা তঞ্চঙ্গ্যা।
প্রীতিলতা হল সংসদে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে আইন বিভাগের অন্তরা চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
চাকসুর নির্বাচন কমিশন সূত্রে
জানা গেছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদে সর্বমোট ৯৩১ জন
প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০২
জন।
কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি
পদে ২৩ জন, সাধারণ সম্পাদক পদে ২১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র
জমা দিয়েছেন।
এছাড়া ১৪টি আবাসিক হল ও একটি
হোস্টেল সংসদে সহ-সভাপতি পদে ৪৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক
পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন