ইন্টারভিউ দিতে গিয়ে আদিবাসী যুবক খুনের শিকার

 


কক্সাবাজারের টেকনাফে বন্ধুদের ডাকে ইন্টারভিউ দিতে গিয়ে সুজন বিকাশ চাকমা নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, নিহত যুবক সুজন চাকমার (৩০) বাড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায়। তাঁর পিতার নাম বাত্যে চাকমা। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।

ভুক্তভোগীর আত্মীয় বিভিন্ন সামাজিক মাধ্যমের সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে এই হত্যার ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার সুজন চাকমা বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ইন্টারভিউ দিতে টেকনাফে যান। সেখানে পৌঁছার পর তাঁর বন্ধুরা সুজনের বাড়িতে ফোন দিয়ে অর্থ দাবি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে একজন টমটম চালক অজ্ঞাত স্থান থেকে সুজনকে মুমূর্ষ অবস্থায় টেকনাফ শাপলা চত্বর এলাকায় নিয়ে আসে। উপস্থিত লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুজনকে অজ্ঞাত স্থানে ছুরিকাঘাতের পর ক্ষত স্থান সেলাইয়ের চেষ্টা করা হয়েছিল। অপরদিকে, মুমূর্ষ অবস্থায় তিনি জানিয়েছেন যে, ঘটনার সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল।  

টেকনাফ থানার উপপরিদর্শক মোর্শেদ আলম জানান, নিহতের বাড়ি রাঙ্গামাটির জুরাছড়ি এলাকায়। তিনি শনিবার থেকে নিখোঁজ ছিলেন। রোববার পরিবারের পক্ষ থেকে জুরাছড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho