বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর
কালচারাল একাডেমির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কবি ও গবেষক পরাগ রিছিল। আজ মঙ্গলবার
(৮ জুলাই), জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মোঃ মাহফুজ আলম স্বাক্ষরিত এক
প্রজ্ঞাপনে তাকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
আগে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর
কালচারাল একাডেমির পরিচালক ছিলেন সুজন হাজং। চলতি বছরের ২৬ এপ্রিল তাঁর চুক্তির মেয়াদ
শেষ হবার পর দুর্গাপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর একাডেমির
পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।
অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা
সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে
যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে পরিচালক পদে পরাগ রিছিলকে নিয়োগ দেয়া হয়।
পরাগ রিছিল একাধারে কবি, লেখক ও গবেষক। মান্দি জাতিসত্তার এ সংস্কৃতিজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্র জীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা চার। তাঁর প্রথম কাব্যগ্রন্থ উম্মাচরণ কর্মকার। এছাড়াও ফুলগুলি ফুলকপির, খাবি এবং জুয়েল বিন জহিরের সাথে যৌথভাবে সাংসারেক মান্দিরাংনি ওয়ান্না নামে তাঁর গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন