কীটনাশক পানে আদিবাসী যুবকের আত্মহত্যা

 


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কীটনাশক পান করে বৈদ্যনাথ তিগ্যা নামের এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৈদ্যনাথ তিগ্যা পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রুপাপুর গ্রামের বিজয় তিগ্যার ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, গত সোমবার (১৬ জুন) বিকেলে বৈদ্যনাথ নিজ জমিতে কীটনাশক প্রয়োগের কথা বলে রতনপুর বাজারের কীটনাশকের দোকান থেকে কীটনাশক ক্রয় করেন। পরে বাজারে নির্জন স্থানে গিয়ে নিজেই সেই কীটনাশক পান করেন তিনি।

পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা জানা যায়নি।

 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho