আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

 


বান্দরবানের থানচি উপজেলার তিন্দুতে চিংমা খিয়াং (২৯) নামের এক আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচার দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার (৭ মে) বিকেল ৪টার দিকে জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়ামের সামনের সড়কে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন এ সমাবেশ করে।

বিকেল সাড়ে ৩টার দিকে কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে ঘুরে পুনরায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ফিরে আসে।

হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা কমিটির সদস্য সূচনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম রাঙামাটি জেলা কমিটির সভাপতি অলনা তঞ্চঙ্গ্যা প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, অপরাধীদের বিচার না হওয়ায় তাদের সাহস বেড়ে যাচ্ছে। তাদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রশ্রয় দেয়া হচ্ছে। আমাদের ওপর যে শোষণ, নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে; এমন নারকীয় অভিশপ্ত জীবন নিয়ে কেউ বেঁচে থাকতে পারে না। আমাদের ভূমিতে আমাদের সংখ্যালঘু করা হচ্ছে।

বক্তরা আরও বলেন, সমগ্র পার্বত্য চট্টগ্রামের ধর্ষণের ঘটনাগুলো প্রশাসন শুধুই দেখেই যাচ্ছে। যে প্রশাসন অন্যায়কে প্রশ্রয় দেয় আমরা সে প্রশাসন চাই না। এত এত ক্যাম্প থাকার পরও আমরা তো নিরাপত্তা পাচ্ছি না। এই রাষ্ট্র বিচারহীনতার সংস্কৃতি পালনের জন্য আমাদের বার বার রাস্তায় নামতে বাধ্য করছে। আমরা চাই কেবল পাহাড় নয়, সমতল তথা গোটা বাংলাদেশের কোনো মা-বোন যেন ধর্ষণ-নিপীড়নের শিকার না হয়।

সমাবেশ থেকে বক্তারা বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho