নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদিবাসীদের মানহানির মামলা

 


প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আমাজনের প্রত্যন্ত অঞ্চলের মারুবো আদিবাসীরা মানহানির মামলা দায়ের করেছেন। একইসাথে মামলায় মার্কিন টিএমজেড ও ইয়াহু নিউজকেও অভিযুক্ত করা হয়েছে।

মারুবো আদিবাসীদের অভিযোগ, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়ার পর তাদের সমাজকে ‘পর্নোগ্রাফি আসক্ত’ হিসেবে চিহ্নিত করেছে।

মানহানির মামলায় বলা হয়েছে, মার্কিন এই সংবাদপত্রটি মারুবো গোষ্ঠীকে এমনভাবে উপস্থাপন করেছে, যেন তারা ইন্টারনেট ব্যবহারের প্রাথমিক সুযোগই নিতে অক্ষম এবং তরুণ প্রজন্ম পর্নোগ্রাফিতে ডুবে গেছে।

মার্কিন টিএমজেড ও ইয়াহু নিউজের বিরুদ্ধে অভিযোগ, তাদের প্রকাশিত সংবাদের ভাষা মারুবো তরুণদের উপহাস করে এবং তাদের সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করে।

বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, প্রায় ২ হাজার সদস্যের মারুবো আদিবাসী গোষ্ঠী কমপক্ষে ১৮ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছে।

মামলায় বাদী হিসেবে যারা নাম উল্লেখ করেছেন, তারা হলেন মারুবো সমাজের নেতা এনোক মারুবো এবং ব্রাজিলিয়ান মানবাধিকারকর্মী ফ্লোরা ডুত্রা। মূলত ফ্লোরা ডুত্রাই ১৫ হাজার ডলার মূল্যের ২০টি স্টারলিংক অ্যানটেনা বিতরণে সহায়তা করেছিলেন।

এনোক মারুবো ও ফ্লোরা ডুত্রার ভাষ্য অনুযায়ী, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিশ্বজুড়ে মিডিয়া ঝড়ের জন্ম দেয়। এর ফলে তারা অপমান, হয়রানির শিকার হয়েছেন এবং তাদের সম্মান ও নিরাপত্তা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।

এদিকে, নিউইয়র্ক টাইমস দাবি করেছে, মারুবোরা কেউ পর্নে আসক্ত তাদের প্রতিবেদনে কোথাও বলা হয়নি। আর টিএমজেড ও ইয়াহু নিউজের কাছ থেকে অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho