গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক হলেন অঙ্কন চাকমা

গণতান্ত্রিক ছাত্র জোট

বাম ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সমন্বয়ে গড়ে উঠা প্ল্যাটফর্ম গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে মুনীর চৌধুরী হলরুমে ছাত্র জোটের এক বৈঠকে এ দায়িত্ব হস্তান্তর করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার। 

সভার শুরুতে জোটের সমন্বয়ক মিতু সরকার বিগত কর্মসূচির ওপর সংক্ষিপ্ত পর্যালোচনা ও সমন্বয়কের দায়বদ্ধতা সম্পর্কে আলোচনা করেন। ছাত্র জোটের নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এছাড়া, জাতীয় শিক্ষাক্রমে ভুল-ভ্রান্তি ও অসংগতি, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে সব জাতিসত্তার স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ আশু কর্মসূচির রূপরেখা বিষয়ে আলোচনা করেন। 

পরে সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী মার্চ-এপ্রিল দুই মাসের জন্য গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়কের দায়িত্ব পাহাড়ি ছাত্র পরিষদের নিকট হস্তান্তর করেন সদ্য বিদায়ী সমন্বয়ক মিতু সরকার। 

এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহসম্পাদক জাবির আহমেদ জুবেল, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho