ইন্টারভিউ দিতে গিয়ে আদিবাসী যুবক খুনের শিকার

 


কক্সাবাজারের টেকনাফে বন্ধুদের ডাকে ইন্টারভিউ দিতে গিয়ে সুজন বিকাশ চাকমা নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, নিহত যুবক সুজন চাকমার (৩০) বাড়ি রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলায়। তাঁর পিতার নাম বাত্যে চাকমা। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।

ভুক্তভোগীর আত্মীয় বিভিন্ন সামাজিক মাধ্যমের সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে এই হত্যার ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার সুজন চাকমা বন্ধুদের ডাকে সাড়া দিয়ে ইন্টারভিউ দিতে টেকনাফে যান। সেখানে পৌঁছার পর তাঁর বন্ধুরা সুজনের বাড়িতে ফোন দিয়ে অর্থ দাবি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে একজন টমটম চালক অজ্ঞাত স্থান থেকে সুজনকে মুমূর্ষ অবস্থায় টেকনাফ শাপলা চত্বর এলাকায় নিয়ে আসে। উপস্থিত লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুজনকে অজ্ঞাত স্থানে ছুরিকাঘাতের পর ক্ষত স্থান সেলাইয়ের চেষ্টা করা হয়েছিল। অপরদিকে, মুমূর্ষ অবস্থায় তিনি জানিয়েছেন যে, ঘটনার সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিল।  

টেকনাফ থানার উপপরিদর্শক মোর্শেদ আলম জানান, নিহতের বাড়ি রাঙ্গামাটির জুরাছড়ি এলাকায়। তিনি শনিবার থেকে নিখোঁজ ছিলেন। রোববার পরিবারের পক্ষ থেকে জুরাছড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

 

দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন প্রকৌশলী সবুজ চাকমা

 


রাঙামাটিতে কমিউনিটিভিত্তিক পরিবেশ সংরক্ষণে কাজ করার জন্যদ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪পেলেন প্রকৌশলী সবুজ চাকমা। শনিবার (৩০ আগস্ট) বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

এই সম্মাননা অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে, সহযোগিতায় পরিবেশবাদী সংগঠনতরুপল্লব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, তরুপল্লব-এর সাধারণ সম্পাদক মোকারম হোসেন, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান।

প্রকৌশলী সবুজ চাকমা ছাড়াও আরো তিনজন এই সম্মাননা লাভ করেন। তারা হলেন- মিজানুর রহমান, মো. আমিনুল ইসলাম প্রজেক্ট সোনাপাহাড়।

সবুজ চাকমা দেশের বিভিন্ন স্থানে ৮৭ হাজার ৫০০টিরও বেশি পাখিবান্ধব চারা বিতরণ করেছেন এবং সড়কের পাশে হাজারো বৃক্ষরোপণ করেছেন। সওজ লেক ভিউ গার্ডেনসহ একাধিক পরিবেশবান্ধব পর্যটন উদ্যোগও তার।

খ্যাতনামা প্রকৃতিবিদ উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মা, যার জীবন কাজ অসংখ্য মানুষকে প্রকৃতি রক্ষায় অনুপ্রেরণা জুগিয়েছে, তার স্মৃতিতে সম্মান জানিয়ে এই পদক চালু করা হয়েছে। 

ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম সমাবেশ

 


ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলে সমাবেশ হয়। এতে দেশের ১২টি জেলার গারো, হাজং, মণিপুরী, বানাই, বর্মন, খাসিয়া, কোচ, হদি, ত্রিপুরাসহ ১৮টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের সবার দায়িত্ব হবে ১৯৭১ সালে যেমন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান, ক্ষুদ্র জাতি বা বড় জাতি একসঙ্গে লড়াই করেছিলাম ভূখণ্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য; সেইভাবে আবার আমরা কাজ করব। আমাদের বিশ্বাস আছে আমাদের নেতা তারেক রহমান পর্যন্ত যেসব কথা আপনাদের সামনে বলেছেন, তাতে সব জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারব।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজ যাঁরা মনে করছেন, আপনারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য; কিন্তু খালেদা জিয়া তারেক রহমান সব সময় বলেন কথা কখনো বলা যাবে না। সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু নয়আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার অধিকার সমান। আপনারা যে স্বপ্ন দেখছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে এবং যে বাংলাদেশে আপনাদের সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আনুষ্ঠানিক পথচলা ২০০৭ সাল থেকে। পরে ২০১৪ সালের সেপ্টেম্বর এটিকে স্বীকৃতি অনুমোদন দেয় বিএনপি।

© all rights reserved - Janajatir Kantho