বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন

 


বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের কেন্দ্রীয় সম্মেলন ও দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। আজ (৬ জুন) শুক্রবার, খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট হল রুমে এ কাউন্সিল হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক মাচাং দীনময় রোয়াজা ও গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দীপা ত্রিপুরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের উপদেষ্টা মাচাং রামেন্দ্র লাল ত্রিপুরা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাচাং ভূমীধর রোয়াজা, কার্বারি এসোসিয়েশনের সভাপতি মাচাং রনিক ত্রিপুরা, মাচাং প্রার্থনা কুমার ত্রিপুরা, ত্রিপুরা শ্রমিক সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং উপামোহন ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীনময় রোয়াজা বলেন, ‘‘যুব সংসদ সহ ত্রিপুরাদের  সকল সামাজিক সংগঠন একে অপরের সাথে কাজ করতে কোন ধরনের সাংঘর্ষিক হবে না বলে আমি মনে করি। কারণ এ সংগঠনগুলো একেকটির লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে কাজ করতে পারলে জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে।’’

এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।

ডাঃ দীপা ত্রিপুরা বলেন, ‘‘আমরা হচ্ছি এখন ঝড়াপাতার মতো। আর তরুণ যুব সমাজ হচ্ছে তেজোদীপ্ত। তাদের শক্তি ও মনোবলকে জাতির পেছনে শ্রম দিয়ে কাজ করতে হবে। তখন জাতি হিসেবে এগিয়ে যেতে পারবো।’’

দ্বিতীয় অধিবেশনে প্রথম কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করে মাচাং রুপক ত্রিপুরাকে সভাপতি ও মাচাং সাগর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা রামেন্দ্র লাল ত্রিপুরা। নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মাচাং তনয় ত্রিপুরা।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা শেষ হয়।

আগামী ১৩ জুন বাহাছাস’র জাতীয় ছাত্র সম্মেলন

 


আগামী ১৩ জুন (শুক্রবার) বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের (বাহাছাস) নবম জাতীয় ছাত্র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশীষ হাজং সূত্রে এই তথ্য জানা গেছে।  

নেত্রকোনা দুর্গাপুরের বিরিশিরি কালচারাল একাডেমি প্রাঙ্গণে হবে এই সম্মেলন। বাহাছাসের এবারের জাতীয় ছাত্র সম্মেলনের মূলসুর ‘কালজয়ী সংগ্রামী ঐতিহ্যই আমাদের একবিংশ শতাব্দীর প্রেরণা’। সম্মেলনের উদ্বোধন করবেন বিশিষ্ট হাজং লেখক ও গবেষক মতিলাল হাজং।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা রয়েছে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাভিদ রেজওয়ানুল কবীরের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাহাছাসের প্রতিষ্ঠাতা শরদিন্দু সরকার স্বপন হাজং, দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং, বাংলাদেশ আদিবাসী ফোরামের কার্যনির্বাহী সদস্য রিপন চন্দ্র বানাই, বাংলাদেশ হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং প্রমুখ উপস্থিত থাকবেন।

বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের অধিকার আদায় সহ নিজস্ব জাতিত্ববোধ লালন করা কিছু শিক্ষিত তরুণ-তরুণীদের দ্বারা ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি হাজং জাতিসত্তার আত্মপরিচয়, অধিকার আদায় ও সংস্কৃতি রক্ষার লড়াইয়ে কাজ করে চলেছে।

মেক্সিকোর প্রধান বিচারপতির নির্বাচনী দৌড়ে এগিয়ে আদিবাসী প্রার্থী

 

হুগো আগুইলার। ছবি: রয়টার্স

মেক্সিকোর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৌড়ে এগিয়ে রয়েছেন একজন আদিবাসী প্রার্থী। তিনি বিশিষ্ট অধিকারকর্মী সাবেক জাপাতিস্তা উপদেষ্টা হুগো আগুইলার। এই পদে সাধারণত অভিজাত শ্রেণির আইনজ্ঞদেরই স্থান হয়ে থাকে।

মেক্সিকো সিটি থেকে এএফপি জানায়, রোববার দেশটির বিচার বিভাগে নজিরবিহীনভাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো জনগণের ভোটে সব বিচারপতি নির্বাচিত হন। ধরনের নির্বাচন বিশ্বের আর কোনো দেশে চালু নেই।

জাতীয় নির্বাচনী প্রতিষ্ঠান (আইএনই) জানায়, সুপ্রিম কোর্টের বিচারপতির পদের জন্য ৯৬ শতাংশ ভোট গণনা শেষে মিক্সটেক আদিবাসী গোষ্ঠীর সদস্য হুগো আগুইলার সর্বোচ্চ ভোট পেয়েছেন।

নির্বাচনি প্রচারে আগুইলার বলেন, ‘এবার আমাদের সময়।তিনি আদিবাসী জনগোষ্ঠীরবর্জন অবহেলারবিরুদ্ধে সোচ্চার হন।

মেক্সিকোর প্রায় ২০ শতাংশ মানুষ নিজেদের আদিবাসী বলে পরিচয় দেন। আদিবাসী পটভূমি থেকে সুপ্রিম কোর্টে আগেই এসেছেন বেনিতো জুয়ারেজমেক্সিকোর প্রথম আদিবাসী প্রেসিডেন্ট, যিনি ১৮৫৭-৫৮ সালে দেশটির সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দিয়েছিলেন।

সাংবিধানিক আইন বিশেষজ্ঞ আগুইলার প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের মোরেনা দলের সদস্য লেনিয়া বাত্রেসের চেয়ে অল্প ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।

আইএনআই প্রেসিডেন্ট গুয়াদালুপে তাদেই জানান, 'সাংবিধানিক সংস্কারে এটা স্পষ্ট বলা হয়েছে, যে প্রার্থী সর্বোচ্চ ভোট পাবেন, তিনিই প্রথম দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট হবেন।'

তবে এর আগেই প্রেসিডেন্ট শেইনবাউম ইঙ্গিত দিয়েছিলেন, ভোটের ফলের বাইরেওনারী প্রতিনিধিত্বের নীতিরকারণে একজন নারীও এই পদে মনোনীত হতে পারেন।

হুগো আগুইলার ১৯৯৪ সালে সশস্ত্র অভ্যুত্থানের পর জাপাতিস্তা গেরিলা গোষ্ঠীর সঙ্গে সরকারের আলোচনায় আইনি উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদরের শাসনামলে তিনি আদিবাসী জনগণের জাতীয় ইনস্টিটিউটে কাজ করেছেন।  

কাপ্তাই হৃদ সাঁতরে পার হতে গিয়ে আদিবাসী ছাত্র নিখোঁজ

 

নিখোঁজ দীপেন চাকমা। ছবিসংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে দীপেন চাকমা (১৬) নামের এক আদিবাসী স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে রাঙামাটি শহরের রাজবাড়ি ঘাট এলাকায় সাঁতার কেটে হ্রদ পার হতে গিয়ে নিখোঁজ হয় সে।

নিখোঁজ দীপেন রাঙামাটির রাজদ্বীপ গ্রামের মহেশ্বর চাকমার ছেলে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, আজ সকালে দুই বন্ধুর সঙ্গে রাজবন বিহারে যায় দীপেন চাকমা। পরে বেলা ১১টার দিকে বনবিহার ঘাট থেকে রাজবাড়ি ঘাটে সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করে তারা। সময় তার দুই বন্ধু পার হতে পারলেও দীপেন চাকমা তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করে। পরে বেলা তিনটার দিকে নৌবাহিনী, ফায়ার সার্ভিস স্থানীয় একটি ডুবুরি দল নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান শুরু করে। তিনটি ডুবুরি দল দুই ঘণ্টার চেষ্টায়ও দীপেনের সন্ধান পায়নি। তবে সন্ধ্যা পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান চলছিল।

নিখোঁজ দীপেনের বাবা মহেশ্বর চাকমা বলেন, ‘আমার ছেলে সকালে রাজবন বিহারে যায়। সেখান থেকে সাঁতার কেটে বাড়ির কাছে ঘাটে আসতে চেয়েছিল সে। তবে হ্রদে ডুবে নিখোঁজ হয় সে।

দীপেন চাকমা মহেশ্বর চাকমার একমাত্র ছেলে বলে পরিবার সূত্রে জানা গেছে। 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনছারী বলেন, ‘নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে। আমাদের সঙ্গে নৌবাহিনী স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযানে আছেন। 

© all rights reserved - Janajatir Kantho