কবি সুবর্ণা পলি দ্রং’র প্রথম কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন

 


গারো জাতিসত্তার কবি লেখক সুবর্ণা পলি দ্রং এর প্রথম কাব্যগ্রন্থপরিযায়ী পাখি পাঠ উন্মোচন হয়েছে। শুক্রবার (৩০ মে), বিকেলে কমিউনিটি ট্রাস্ট ময়মনসিংহ ফোরাম হল রুমে পাঠ উন্মোচন হয়।

থকবিরিম প্রকাশনী বাংলাদেশ আচিক সাহিত্য-সাংস্কৃতিক সংসদ যৌথভাবে পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। আবৃত্তিকার মোহাম্মদ আসাদুজ্জামান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আচিক সাহিত্য-সাংস্কৃতিক সংসদের সভাপতি অরণ্য চিরান (স্বাধীনতা পদকপ্রাপ্ত)

আলোচক হিসেবে কবি আবু সাইদ কামাল, কবি মিজানুর রহমান টিটু, কবি মিঠুন রাকসাম, সালেসিয়ান সিস্টার্স নার্সিং কলেজের অধ্যক্ষ সিস্টার লিয়া দ্রং উপস্থিত ছিলেন। এসময় আলোচনা কবিতা পাঠের মধ্য দিয়ে অনেকেই কবিকে উৎসাহ যুগিয়েছেন।

পরিযায়ী পাখি কাব্যগ্রন্থটির প্রকাশনী থকবিরিম।

সুবর্ণা পলি দ্রং গারো জাতিসত্তার লিখিয়েদের মধ্যে অন্যতম একজন। তিনি শৈশবকাল থেকেই লেখালেখি করেন। প্রথমে তার কবিতা লেখালেখির প্রতি ঝোঁক থাকলেও পরে তিনি ছোটগল্প লেখার দিকে মনোযোগ দেন। এখন পর্যন্ত বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, ছোট কাগজে কবিতা সহ তার লেখা অনেক কিছুই ছাপা হয়েছে।

বুনোফুল তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। ২০১৭ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রথম প্রকাশিত হয়। বর্তমানে তিনি শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। ইতিমধ্যে তিনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন। 

বাগাছাস কলমাকান্দা শাখার নতুন সভাপতি রনি, সম্পাদক সুপার

 

বাগাছাস কলমাকান্দা শাখার নবনির্বাচিত সভাপতি রনি আজিম ও সাধারণ সম্পাদক সুপার রিছিল। (বাঁ দিক থেকে)

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কলমাকান্দা শাখার বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০ মে), শুক্রবার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাতলাবানে এ কাউন্সিল হয়।

এতে সভাপতি হিসেবে রনি আজিম ও সাধারণ সম্পাদক হিসেবে সুপার রিছিল নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন থেংআ চাম্বুগং।

আজকালের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলে জনজাতির কণ্ঠকে জানিয়েছেন বাগাছাস কলমাকান্দা শাখার নবনির্বাচিত সভাপতি রনি আজিম।

সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগাছাস কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্যাট্রিক চিসিম। সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাছাস কলমাকান্দা শাখার আহ্বায়ক রনি আজিম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাগাছাস কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক জেফিরাজ দোলন কুবি উপস্থিত থাকতে না পারলেও ফেইসবুকে তিনি নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘নবনির্বাচিত এই নেতৃত্ব গারো ছাত্র সমাজের শিক্ষা, অধিকার, ঐক্য ও সাংস্কৃতিক আন্দোলনে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। তোমাদের সাহসী নেতৃত্বের পথচলা হোক আলোকময় ও সফল।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাগাছাস মধুপুর শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রেমা, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) কলমাকান্দা শাখার সাধারণ সম্পাদক রিংখেং রেমা প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষ্ণ হাজংয়ের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান বাহাছাসের

 


নেত্রকোনা দুর্গাপুরের বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং। তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছেন। পরীক্ষা-নিরীক্ষায় জানতে পেরেছেন, তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে।

কৃষ্ণ হাজং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারে তার স্ত্রী, এক কন্যা সন্তান এবং বাবা মা আছেন।

অসুস্থ অবস্থায় তিনি কিছুদিন ঢাকায় অবস্থান করে চিকিৎসা নেন। দীর্ঘ মেয়াদে চিকিৎসা ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে কৃষ্ণ হাজং এখন প্রায় নিঃস্ব। তাঁর অব্যাহত চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন। কিন্তু সেই অর্থের সংস্থান করতে পারছেন না তিনি।

অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায় তিনি নিজ বাড়িতে চলে আসেন।

কৃষ্ণ হাজংয়ের চিকিৎসার জন্য বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) আর্থিক সহযোগিতা উত্তোলনের উদ্যোগ নিয়েছে। সংগঠনটি সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি তাঁর চিকিৎসায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। 

সহায়তা পাঠানোর ঠিকানা-

বিকাশ (পার্সোনাল): ০১৯০৩-০৫৯৬৮৯ (বাঁধন হাজং)

নগদ: ০১৩০৬-২৮৮০৩৯ (দীপা রানী হাজং)

ব্যাংক একাউন্ট:

‎Dutch-Bangla Bank ltd.

‎Account Name: Badhon Hajong

‎Account No: 1911580004592

স্বামী বাড়িতে না থাকায় ঘরে ঢুকে আদিবাসী বধূকে ধর্ষণের চেষ্টা!

 

ধর্ষণচেষ্টার অভিযোগ আটক আনিসুর রহমা ওরফে বদি। ছবি: সংগৃহীত

ধর্ষণচেষ্টার অভিযোগে আটক আনিসুর রহমান ওরফে বদি। ছবি: সংগৃহীত


খাগড়াছড়ির মহালছড়িতে এক আদিবাসী গৃহবধূ ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার মাইসছড়ির জামতলা গ্রামে ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার সময় ভুক্তভোগী নারী তার দুই শিশু সন্তানকে নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় ভুক্তভোগীর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে আনিসুর রহমান ওরফে বদি কৌশলে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। এসময় ভুক্তভোগী তার ১১ মাসের শিশু সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন।

বাড়িতে ঢুকেই আনিসুর রহমান শিশু সন্তানকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ওই নারীকে টেনেহিঁচড়ে ধানক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী নারী প্রতিরোধের চেষ্টা করেন এবং এক পর্যায়ে চিৎকার দেন। ওই নারীর চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে গেলে নিপীড়ক আনিসুর রহমান পালিয়ে যান।

ধর্ষণের চেষ্টাকারী মো. আনিসুর রহমানের বাড়ি মহালছড়ির কালাপাহাড় গ্রামে। তাঁর পিতা চান মিয়া। তিনি বাংলাদেশ আনসার বাহিনীর একজন সদস্য বলে জানা গেছে।

ধর্ষণ চেষ্টার এই ঘটনা জানাজানি হলে রাতেই চিকিৎসার জন্য ভুক্তভোগীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। একইভাবে ওই নারীর শিশু সন্তানটিও গুরুতর আঘাত পাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকেও খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়।

ঘটনাটি মহালছড়ি থানায় জানানো হলে আজ সকালে পুলিশ আনিসুর রহমানকে আটক করে।

এদিকে, আদিবাসী গৃহবধুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে ধর্ষণের চেষ্টাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ)।

 

© all rights reserved - Janajatir Kantho