২৫০ বছরের ঐতিহ্যবাহী বসতভিটা থেকে উচ্ছেদ, ৬ রাখাইন পরিবারের পুনর্বাসন দাবি

 


পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণের জন্য দ্বিতীয় দফায় জমি অধিগ্রহণের সময় ছয়টি রাখাইন পরিবার ২৫০ বছরের ঐতিহ্যবাহী বসতভিটা থেকে উচ্ছেদের শিকার হয়। পরিবারগুলোর সঙ্গে পূর্ব কোনো আলোচনা ছাড়াই তাদের বসতবাড়ি অধিগ্রহণ করা হয়। উচ্ছেদের শিকার সেই আদিবাসী পরিবারের পুনর্বাসন দাবি তুলেছেন বিশিষ্টজনেরা। 

সোমবার (২৬ মে), বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক আলোচনা সভায় দাবি জানানো হয়। নাগরিক সংগঠননাগরিক উদ্যোগএবং উচ্ছেদকৃত ছয়টি রাখাইন পরিবার যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।

সভায় মূল বক্তব্য উত্থাপন করেন -আনীপাড়া রাখাইন পল্লীবাসীর পক্ষে চিংদামো রাখাইন। আরও বক্তব্য দেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, মানবাধিকার কর্মী নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ আদিবাসী ফোরামের কোষাধ্যক্ষ মেইনথিন প্রমীলা, মানবাধিকার কর্মী দিপায়ন খীসা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন এবং উচ্ছেদকৃত ছয়টি রাখাইন পরিবারের প্রতিনিধিরা।

সভায় বলা হয়, পায়রা বন্দর নির্মাণের জন্য দ্বিতীয় দফায় জমি অধিগ্রহণের পর শুধুমাত্র গাছপালা ও বসতবাড়ির ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দেওয়া হলেও ভোগদখলকৃত জমির ক্ষতিপূরণ এখনো পরিবারগুলো পায়নি।

বক্তারা বলেন, পরবর্তীতে পরিবারগুলোর দাবি ও আলোচনার প্রেক্ষিতে পটুয়াখালী জেলা প্রশাসক কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে ছ-আনীপাড়া রাখাইন পল্লির ছয়টি পরিবারকে কলাপাড়া উপজেলায় উপযুক্ত স্থানে পুনর্বাসনের জন্য লিখিত নির্দেশনা প্রদান করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, দীর্ঘ ৩৭ মাস অতিবাহিত হলেও এখনও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।

পায়রা বন্দর কর্তৃপক্ষ পুনর্বাসন না হওয়া পর্যন্ত প্রতিমাসে পরিবার প্রতি পাঁচ হাজার টাকা বাসাভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, মাত্র ছয়মাস পর এই ভাতা বন্ধ করে দেয়।

সভায় ছ-আনীপাড়া রাখাইন পল্লিবাসীর পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। এগুলো হচ্ছে- রাখাইনদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করে কলাপাড়া উপজেলায় কোনো বিদ্যমান রাখাইন পল্লির সন্নিকটে আমাদের পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পায়রা বন্দর কর্তৃপক্ষ পুনর্বাসন না হওয়া পর্যন্ত প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিমাসে পরিবার প্রতি পাঁচ হাজার টাকা বাসা ভাড়া দেওয়ার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।

অন্যান্য রাখাইন পল্লির বেদখলকৃত শ্মশানগুলো পুনরুদ্ধার করে, সেগুলোর যথাযথ সংস্কারের মাধ্যমে রাখাইন জনগোষ্ঠীর কাছে হস্তান্তর করতে হবে। রাখাইনদের ঐতিহাসিক ধর্মীয় স্থানগুলো নিজস্ব সংরক্ষিত এলাকা কোনোভাবেই অধিগ্রহণ করা যাবে না। রাখাইন এলাকায় রাখাইন জনগোষ্ঠীর সম্মতি ছাড়া জমিতে কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না।

 

ভারতে আদিবাসী নারীকে গণধর্ষণের পর নির্মমভাবে খুন

 


ভারতের মধ্যপ্রদেশে এক আদিবাসী নারীকে গণধর্ষণের পর নির্মমভাবে খুনের অভিযোগ উঠেছে। গত শনিবার ঘটনাটি ঘটেছে প্রদেশটির খান্ডোয়া জেলায়। অভিযোগ উঠেছে, গণধর্ষণের পর তাঁর গোপনাঙ্গে রড, লাঠি ঢুকিয়ে গর্ভাশয় টেনে বার করে আনা হয়। প্রচুর রক্তক্ষরণ হয়ে ছটফট করতে করতে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা দুই সন্তানের মা। তিনি শুক্রবার একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। গভীর রাতে সেখান থেকে ফিরে আসেন। কিন্তু নিজের বাড়িতে আর ফেরেননি। পরের দিন অর্থাৎ শনিবার সকালে তাঁর ছেলেরা মায়ের খোঁজ শুরু করে। এরপরই এক প্রতিবেশীর বাড়িতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসার আগেই মহিলার মৃত্যু হয়।

দুই প্রতিবেশী ওই মহিলাকে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পুলিশের দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ২৫ বছর ৩৮ বছর বয়সী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধর্ষণ খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা জানার চেষ্টা করা হচ্ছে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন।

 

জাক’র নতুন সভাপতি শিশির চাকমা-সম্পাদক সুখেশ্বর চাকমা

 


পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিলের (জাক) নতুন নীতি নির্ধারণী পর্ষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমাকে সভাপতি ও সুখেশ্বর চাকমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ রোববার জাক’র ফেইসবুক আইডি থেকে এই তথ্য জানা যায়। জানা গেছে, গত ১০ মে জাক’র কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২৭ সালের মেয়াদের জন্য ৭ সদস্যের নীতি নির্ধারনী কমিটি (নীনিক) ও ২৯ সদস্যের কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়।

নীতি নির্ধারণী কমিটিতে শিশির চাকমা ছাড়াও ঝিমিত ঝিমিত চাকমা, শান্তিময় চাকমা, হীরালাল চাকমা, সুখেশ্বর চাকমা, রনেল চাকমা ও পূর্ণা চাকমা রয়েছেন। এই নীতি নির্ধারণী কমিটি সংগঠনটির যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষে ১৯৮১ সালের ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন সাহিত্য-সংস্কৃতিমনা তরুণ জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই পার্বত্য চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

মধুপুরে বনবাসীদের বিরুদ্ধে করা ১২৯টি মামলা প্রত্যাহারের ঘোষণা

 


টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী সহ বনে বসবাসকারীদের বিরুদ্ধে দায়ের করা ১২৯টি মামলা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (২৫ মে) দুপুরে টাঙ্গাইল বনবিভাগের আওতাধীন মধুপুরের টেলকি এলাকায় শাল গাছের চারা রোপণকালে তিনি এ ঘোষণা দেন।

এসময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শালবনে আবার শাল গাছ ফেরত আনা হবে। তাই আসন্ন বর্ষায় বেশি বেশি শাল গাছ রোপণ করতে হবে। এখানে যারা বনবাসী আছেন তাদের এই বন রক্ষায় ভূমিকা পালন করতে হবে। এসব কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। বনে যে জায়গা বেদখল আছে সে গুলো চিহ্নিত করতে সীমানা পিলার দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শালবনে বাণিজ্যিকভাবে ইউক্যালিপটাস ও আকাশিয়া গাছ রোপণ করা হয়। সেগুলো ক্রমান্নয়নে বন্ধ করা হবে।

এছাড়া মধুপুর বনাঞ্চলের রাজাবাড়ী এলাকায় সীমানা চিহ্নিতকরণের কাজ পরিদর্শন ও সীমানা পিলার স্থাপনের মাধ্যমে ‘স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের কার্যক্রমও উদ্বোধন করা হয়।

এ সময় বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।  

© all rights reserved - Janajatir Kantho