রাঙামাটিতে কমিউনিটিভিত্তিক পরিবেশ সংরক্ষণে কাজ করার জন্য ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ পেলেন প্রকৌশলী সবুজ চাকমা। শনিবার (৩০ আগস্ট) বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
এই সম্মাননা অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে, সহযোগিতায় পরিবেশবাদী সংগঠন ‘তরুপল্লব’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, তরুপল্লব-এর সাধারণ সম্পাদক মোকারম হোসেন, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান।
প্রকৌশলী সবুজ চাকমা ছাড়াও আরো তিনজন এই সম্মাননা লাভ করেন। তারা হলেন- মিজানুর রহমান, মো. আমিনুল ইসলাম ও প্রজেক্ট সোনাপাহাড়।
সবুজ চাকমা দেশের বিভিন্ন স্থানে ৮৭ হাজার ৫০০টিরও বেশি পাখিবান্ধব চারা বিতরণ করেছেন এবং সড়কের পাশে হাজারো বৃক্ষরোপণ করেছেন। সওজ লেক ভিউ গার্ডেনসহ একাধিক পরিবেশবান্ধব পর্যটন উদ্যোগও তার।
খ্যাতনামা প্রকৃতিবিদ ও উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মা, যার জীবন ও কাজ অসংখ্য মানুষকে প্রকৃতি রক্ষায় অনুপ্রেরণা জুগিয়েছে, তার স্মৃতিতে সম্মান জানিয়ে এই পদক চালু করা হয়েছে।