নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা কনরাড কে. সাংমার

 


ভারতের উত্তর-পূর্বাঞ্চলে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিলেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা। মঙ্গলবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করে তিনি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এই ঐক্যবদ্ধ রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ওয়ান নর্থ ইস্টনামে এক ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্মের মূল লক্ষ্য উত্তর–পূর্বাঞ্চলের জনগণের স্বার্থ, পরিচয় ও উন্নয়নের দাবিকে একক কণ্ঠে জাতীয় স্তরে তুলে ধরা। যা উত্তর-পূর্বে বসবাসকারী পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে একটি শক্তিশালী প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করবে।

এই যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সভাপতি কনরাড কে. সাংমা, ত্রিপুরার তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য, নাগাল্যান্ডের প্রাক্তন বিজেপি মুখপাত্র রাজ্যের মন্ত্রী ম্হোনলুমো কিকন, এবং আসামের পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল ল্যাংথাসা।

সংবাদ সম্মেলনে নেতৃত্বরা বলেন, উত্তরপূর্ব ভারতের তরুণ প্রজন্মের নেতারা দীর্ঘদিন ধরে একই ইস্যু উদ্বেগের কথা বললেও তা এসেছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। এখন সময় এসেছে এই সব কণ্ঠকে একত্রিত করে আমাদের মানুষের জন্য এক শক্তিশালী যৌথ কণ্ঠ তৈরি করার।

এদিন আরো বলা হয় যে, মহান নেতাদের আত্মত্যাগ ও আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে এই নতুন উদ্যোগ উত্তর–পূর্বের উন্নয়ন, পরিচয় ও ঐক্যকে এগিয়ে নিয়ে যাবে। প্রায় আড়াই কোটি মানুষের স্বার্থে গঠিত এই রাজনৈতিক ঐক্য ভবিষ্যতের জন্য একটি সাধারণ মঞ্চ ও রূপরেখা তৈরির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এনপিপি নেতা জেমস সাংমাকে আহ্বায়ক করে ওয়ান নর্থ ইস্ট’ জোটের নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ফ্রন্টের সংবিধান, রাজনৈতিক নীতি প্রণয়ন, সাংগঠনিক কাঠামো নির্ধারণ সমমনা দল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করবে।  

নর্থ-ইস্টের রাজনৈতিক বিশ্লেষকরা জোট গঠনের এই সিদ্ধান্তকে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করছেন। তারা বলছেন, এই উদ্যোগ ভবিষ্যতে উত্তরপূর্ব ভারতের আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho