চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রঁদেভূ শিল্পীগোষ্ঠীর অষ্টম
কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার চবি ক্যাম্পাসের বোটানিক্যাল পুকুর পাড়ে সংগঠনটির
বার্ষিক মিলনমেলা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে
সভাপতি হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাল্লাং
এনরিকো কুবি, সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের পালি বিভাগের শিক্ষার্থী শ্রেয়া
তালুকদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের সংগীত বিভাগের শিক্ষার্থী ক্যাপ্রিও
চাকমা নির্বাচিত হন।
কাউন্সিল
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণ রসায়ণ ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান
ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসী
বিভাগের সহকারী অধ্যাপক উমে ছেন, চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হ্লুবাইশু চৌধুরী
প্রমুখ।
ড.
কাঞ্চন চাকমা তার বক্তব্যে বলেন, রঁদেভূ শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অঙ্গণে ভূমিকা রেখে
আদিবাসীদের সংস্কৃতিকে সমুন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আদিবাসী শিক্ষার্থী সমাজের
কাছে নিজ নিজ ভাষা-সংস্কৃতি সম্পর্কে সচেতনতা তৈরি করে দিচ্ছে যা একটি প্রশংসনীয় উদ্যোগ।
নিজেদের সংগঠনের জন্য নিজেদেরকে এগিয়ে আসতে হবে। সমাজে শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিতে
হবে।
সহকারী
অধ্যাপক উমে ছেন বলেন, নিজের সংস্কৃতিকে চর্চার মাধ্যমে ঐতিহ্যকে সমৃদ্ধ করার জন্য
রঁদেভূর মতো সংগঠন প্রাসঙ্গিক। রঁদেভু শিল্পীগোষ্ঠীকে কাজ করার মাধ্যমে আরো এগিয়ে নিয়ে
যেতে হবে।
আলোচনা
সভায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক
সম্পাদক প্রেনঙি ম্রো, চাক স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মংক্যউ চাক, নবাব ফয়জুন্নেসা
হল সংসদের সহ-সভাপতি পারমিতা চাকমা, রঁদেভূ শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সুসান্না
টুডু প্রমুখ বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন