আদিবাসী যুব পরিষদের সভাপতি নকুল, সাধারণ সম্পাদক সাবিত্রী

 


আদিবাসী যুব পরিষদের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে নওগাঁ জেলার প্যারিমোহন লাইব্রেরিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহানের সঞ্চালনায় আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান।

এসময় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক খোকন সুইটেন মুরমু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, পাবনা জেলা কমিটির সভাপতি আশিক বানিয়াস, নাটোর জেলা কমিটির সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাব সিং, নওগাঁ জেলা সভাপতি মার্টিন মুরমু প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে নকুল পাহানকে সভাপতি, সাবিত্রী হেমব্রমকে সাধারণ সম্পাদক ও নিপেন চন্দ্র উরাওকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির মেয়াদ তিন বছর।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho