স্বতন্ত্র প্রার্থী হতে এনসিপি ছাড়লেন পরিমল চন্দ্র ওঁরাও

 


আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন পরিমল চন্দ্র ওঁরাও। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান মোবাশ্বের আলীর কাছে তার পদত্যাগপত্র প্রেরণ করেন।

পরিমল চন্দ্র ওঁরাও রাজশাহী মহানগর সমন্বয় কমিটির সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়, তবে তিনি রাজশাহীতে বসবাস করতেন। এখন তিনি নওগাঁ- আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে চান।

পদত্যাগপত্রে পরিমল চন্দ্র ওঁরাও লিখেছেন, আমি ব্যক্তিগত কারণে জাতীয় নাগরিক পার্টি, রাজশাহী শাখার সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে দলের সঙ্গে যুক্ত থেকে যে সুযোগ, অভিজ্ঞতা সহকর্মীদের ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তবে সম্প্রতি ব্যক্তিগত জীবনে কিছু নতুন দায়িত্ব উদ্যোগের কারণে আমার সময় মনোযোগ সম্পূর্ণভাবে সেদিকে দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে দলের কাজের প্রতি আগের মতো মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না, যা দলের প্রতি অন্যায় হবে বলে মনে করি।

গণমাধ্যমকে পরিমল চন্দ্র বলেন, এনসিপিতে থাকার মতো যোগ্য হয়তো হইনি। তাই পদত্যাগ করেছি। আমি নওগাঁ- আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। এনসিপিকে মনোনয়ন দিতে বলেছিলাম। তারা কোনো সাড়া দেয়নি। তাই পদত্যাগ করেছি। স্বতন্ত্র ভোট করব। আমার এই আসনে মোট ভোটার লাখ ২০ হাজার। এর মধ্যে হিন্দু আদিবাসী ভোটার লাখ ১০ হাজার। শুধু আদিবাসী ভোটার ৬০ হাজার। আশা করছি তারা আমার পাশে থাকবেন।

বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, ‘পদত্যাগপত্র পেয়েছি। ব্যস্ততার জন্য কথা বলা হয়নি। তার নির্বাচন করার আকাঙ্ক্ষা। দল এই পর্যায়ের নেতাকে নির্বাচন করার গ্রিন সিগন্যাল হয়তো দেবে না, কারণে মনোকষ্ট নিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho