৭ মহাদেশের সর্বোচ্চ ৭ পর্বতশৃঙ্গ জয়ের অভিযানে প্রবাল বর্মন

 


সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি পর্বতশৃঙ্গ জয়ের অভিযানে যাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য পর্বতারোহী প্রবাল বর্মন। আগামী সোমবার (২ জুন) আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো আরোহণের মধ্য দিয়ে তার এ যাত্রা শুরু হবে।

শনিবার (৩১ মে), রাজধানী ঢাকার পান্থপথের ক্লাউড ব্রিস্ট্রো রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরে প্রবাল বর্মন বলেন, চার বছরের লক্ষ্য নিয়ে আমি এই অভিযান শুরু করতে যাচ্ছি। অভিযানের অংশ হিসেবে প্রথমেই যাচ্ছি আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমানজারো চূড়ায় উঠতে। এ অভিযানে আমার দুই সহযাত্রী চিন্ময় সাহা ও শায়লা শারমিন। 

এর বাইরে তিনি মাউন্ট এভারেস্ট (এশিয়া), অ্যাকোনকাগুয়া (দক্ষিণ আমেরিকা), পুঞ্চাক জায়া (ওশেনিয়া), মাউন্ট এলবুর্জ (ইউরোপ), মাউন্ট ভিনসন (অ্যান্টার্কটিকা) এবং ডেনালি (উত্তর আমেরিকা) পর্বত আরোহন করবেন।

বাংলাদেশের তরুণ সমাজকে 'সীমাহীন' সম্ভাবনার দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন প্রবাল বর্মন। এর আগে সাকা হাফং, তাজিংডং, যোগি, জোতলাংসহ দেশের বিভিন্ন পাহাড়ে অভিযান করেছেন তিনি।

এছাড়া প্রবাল টেকনাফ থেকে তেঁতুলিয়া পায়ে হেঁটেছেন, এককভাবে এভারেস্ট বেস ক্যাম্প ও আইল্যান্ড পিক অভিযান, বাংলা চ্যানেল সাঁতরে পাড় হয়েছেন।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho