চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে
প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতায় ক্রিকেট বল নিক্ষেপে চ্যাম্পিয়ন হয়েছে চন্দ্র ত্রিপুরা।
গতকাল চট্টগ্রাম প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী চন্দ্র
ত্রিপুরার হাতে চট্টগাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন পুরস্কার তুলে দেন।
চন্দ্র ত্রিপুরা কাপ্তাই উপজেলার
৩নং চিৎমরম ইউনিয়নের দুর্গম এলাকায় অবস্থিত চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
৫ম শ্রেণীর ছাত্র।
চন্দ্র ত্রিপুরার এই সাফল্যে
তাকে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর
আলম, সহকারি শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান সহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন