আইসিসির আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে চম্পা চাকমা



আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে নিজের নাম লিখে কীর্তি গড়লেন রাঙ্গামাটির চম্পা চাকমা। এবার বাংলাদেশী যে চারজন নারীকে আইসিসি তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্টে যুক্ত করেছেন সেই চারজনের একজন তিনি।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চম্পা চাকমা ছাড়াও বাকি তিনজন হলেন সাথিরা জাকির, রোকেয়া সুলতানা, ডলি রানী।

এছাড়াও আইসিসি ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী সুযোগ পেয়েছেন।

আইসিসির আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে জায়গা করে নেওয়া আম্পায়ার চম্পা বলেন, ‘আমি অনেক গর্বিত। কঠোর পরিশ্রম করেছি। সবাইকে ধন্যবাদ। এমনিতে সরকারি চাকরি করি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন। সেখানেও সহায়তা পেয়েছি। বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যাচ করা। আমাদের জন্য দোয়া করবেন।’

রাঙ্গামা‌টি সদ‌রের সাপছ‌ড়ি ইউনিয়‌নের বাসিন্দা চম্পা চাকমা। সর্বশেষ ২০১৭ সালে গুলশান ইয়ুথ ক্লাবের জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। রাঙ্গামাটির ৩০ বছর বয়সী জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনার আম্পায়ারিংয়ের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। 

© all rights reserved - Janajatir Kantho