পিসিপি’র সাবেক সভাপতি থুইক্যচিং মারমার পিতা আর নেই

পাহাড়ি ছাত্র পরিষদ

পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক সভাপতি থুইক্যচিং মারমার পিতা ক্যশৈপ্রু মারমা আর নেই। আজ শনিবার (২ মার্চ) ভোর রাত ৪টা ১৫ মিনিটে বান্দরবান সদর উপজেলার ক্রাইক্ষ্যং পাড়ার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা এক বার্তায় এ তথ্য জানান।

ক্যশৈপ্রু মারমা ১৯৩৮ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে বান্দরবান সদর উপজেলার রেইছা ইউনিয়নের মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তাঁর তিন ছেলে ও তিন মেয়ে। থুইক্যচিং মারমা হলেন সবার ছোট।

ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসা, সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান থুইক্যচিং মারমার পিতা ক্যশৈপ্রু মারমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho