তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, রাষ্ট্র কোনো জনগোষ্ঠীকে জোর করে অন্য কোনো পরিচয় চাপিয়ে দিতে পারে না। রাষ্ট্র আদিবাসীদের ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ বলে সম্বোধন করলে তা অন্যায় ও অযৌক্তিক। যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা ভুলে যান যে রাষ্ট্র জনগোষ্ঠী তৈরী করে না বরং জনগোষ্ঠীই রাষ্ট্র তৈরী করে।
সোমবার দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘সমতল আদিবাসী সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সুলতানা কামাল আরও বলেন, বাংলাদেশের জনগোষ্ঠী মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। এই দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার থাকবে। এই দেশ হবে সাম্যের দেশ, ন্যায় বিচারের দেশ, মানবিক দেশ, তার কোনো ব্যত্যয় ঘটতে পারে না। মানবাধিকার বলে, কোনো রাষ্ট্র সংখ্যা অনুযায়ী জনগোষ্ঠীকে বিচার-বিবেচনা করলে তা হবে মানবাধিকারের চরম লঙ্ঘন।
সম্মিলিতভাবে এ সম্মেলনের আয়োজনে করে ‘আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও স্থানীয় নাগরিক সংগঠন লাসটার, নিডা, সোসাইটি, পিকেএসএস, অর্পা, বাঁতে চাই, এমএসএস, ব্রেড এবং এসডিকেএস।
অনিমা কুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইডের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিজা, জেলা যুব অধিদপ্তরের উপপরিচালক (অ. দায়িত্ব) মখলেছুর রহমান, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, এসডিকেএস এর নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন মাঈনুল
প্রমুখ।


.png)