প্রথমবারের মত ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় যুব জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ডিসিপ্লিনে দুটি স্বর্ণপদক জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুলের হ্লাখিং মারমা। আনইভেন বার ও ফ্লোর ইভেন্টে এই স্বর্ণপদক দুটি জেতেন তিনি।
এ ছাড়া ভল্টিং টেবিলে বিকেএসপির বনফুলী চাকমা এবং ব্যালান্স বীমে স্বর্ণ জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুলের মেমেসিং মারমা।
ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লব বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। যেখানে গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায়বিচারের জন্য জীবন উৎসর্গ করেছেন ছাত্র-তরুণ ও সাধারণ জনগণ। ছাত্র-জনতার সেই আত্মত্যাগের স্মরণে সরকারের ঘোষিত তারুণ্যের উৎসবে অংশ হিসেবেই আমরা এই খেলার আয়োজন করেছি।’
দুই দিনব্যাপী খেলা শেষে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।






