‘খাগড়াছড়ির ঘটনা ন্যায়বিচারের চেতনাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে’

 


খাগড়াছড়িতে আদিবাসী কিশোরীর উপর সংঘটিত নৃশংস গণধর্ষণ পরবর্তী সময়ে জাতিগত সহিংসতার ঘটনায় শোক ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস) আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই প্রতিবাদ জানায়।

ডিইউসিএস-এর সভাপতি নাফিয়া ফারজানা অমিয়া সাধারণ সম্পাদক রওনক জাহান রাকামনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এইসব তথ্য জানানো হয়।

উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, ধর্ষণ পরবর্তী সময়ে সৃষ্ট জাতিগত সহিংসতা আমাদের মানবিক মূল্যবোধ, সামাজিক নিরাপত্তা কাঠামো এবং ন্যায়বিচারের চেতনাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ধরণের অপরাধ শুধু ব্যক্তির নয়, গোটা সমাজের বিরুদ্ধে সংঘটিত এক ঘৃণ্য আক্রমণ।

ডিইউসিএস মনে করে, সহিংসতার প্রতিক্রিয়া কখনোই সহিংসতা হতে পারে না।

সংগঠনটি অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর নিরাপত্তা, মর্যাদা ন্যায়বিচার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho