ধর্ষণচেষ্টার শিকার আদিবাসী নারী ও তাঁর পরিবারকে গ্রামছাড়া করার হুমকি

 


রাজশাহীর তানোরে ধর্ষণচেষ্টার শিকার আদিবাসী নারী ও তাঁর পরিবারকে গ্রামছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাধাঁইড় ইউপির নারায়নপুর গ্রামের খাইরুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

অভিযুক্ত খাইরুল ইসলাম বাধাঁইড় ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামরুজ্জামান হেনার সহোদর ভাই। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একান্নপুর আদিবাসী গ্রামের এক আদিবাসী নারীকে কু-প্রস্তাব ও নানা প্রলোভন দিয়ে আসছিলেন খাইরুল। গত ১৩ মে, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি ফাঁকা পেয়ে খাইরুল ধর্ষণের উদ্দেশ্যে ওই নারীর ঘরে প্রবেশ করে জাপটে ধরে। এ সময় ওই নারীর চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় পরের দিন (১৪ মে, বুধবার) ভিকটিম ওই নারী মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করতে গেলে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। অভিযোগ দেবার বিষয়টি জানাজানি হলে ভিকটিম ও তার পরিবারকে গ্রামছাড়া করার জন্য বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দেয় খাইরুল ও তাঁর সহযোগীরা।

তানোর উপজেলার বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনা বলেন, এমন ঘটনা আমার জানা নেই। তবে তার চলাফেরা ভালো নয়। 

থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ খাইরুল ইসলামকে গ্রেফতার করেছে। ধর্ষণচেষ্টার বিষয়ে সত্যতা প্রমাণে থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

তানোর থানার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শ্রী কমলেশ বলেন, ‘ধর্ষণ হয়নি, ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে খাইরুলকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে তাকে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হবে।’

কোন মন্তব্য নেই

© all rights reserved - Janajatir Kantho